ডিটিএইচ সেবা দেবে ‘আকাশ’ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে

শুক্রবার, মে ১৭, ২০১৯,৯:৫৬ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশে ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবা ‘আকাশ’ চালু করেছে। গতকাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকার একটি হোটেলে ডিটিএইচ সেবাটির উদ্বোধন করে জানান, সরকারের রাজস্ব আয় বাড়াবে ডিটিএইচ সেবাটি। একই সঙ্গে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনমুক্ত অনুষ্ঠান সম্প্রচারে সহায়তা করার পাশাপাশি কেবল লাইনের সমস্যা ও রাস্তার পাশে তারের জঞ্জাল দূর করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশনসের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ান এফ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, সেবাটি শতাধিক চ্যানেল দেখার সুযোগ দেবে গতানুগতিক কেবল সংযোগের পরিবর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে। শিগগিরই যুক্ত হবে নতুন চ্যানেল এবং ভিডিও অন ডিমান্ড ও প্রগ্রাম রেকর্ডিংয়ের মতো ফিচার । আকাশ ডিটিএইচের এককালীন সংযোগ খরচ ছয় হাজার ৪৯৯ টাকা। ভ্যাটসহ ৩৯৯ টাকা প্রতি মাসে খরচ হবে সেবাটি ব্যবহারের জন্য , যা অনেক এলাকার কেবল অপারেটর চার্জের চেয়েও কম। সেবাটি পাওয়া যাবে ১৯ মে থেকে ঢাকা, চট্টগ্রামসহ ২০টি জেলায় ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে