টেস্ট চ্যাম্পিয়নশিপে মুমিনুল বাংলাদেশের প্রথম অধিনায়ক

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯,৫:৪২ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইন্দোর টেস্ট দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করল বাংলাদেশ। সেইসঙ্গে মুমিনুল হক ইতিহাসে ঢুকে পড়লেন। তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম অধিনায়ক। এইসঙ্গে ঠাণ্ডা মাথার এই টপ অর্ডার ব্যাটসম্যানের অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে গেল। অধিনায়ক সাকিব আল হাসান ফিক্সিংয়ের তথ্য গোপনের দায়ে ১ বছর নিষিদ্ধ হওয়ায় বিসিবি মুমিনুলের ওপর টেস্ট ফরম্যাটের দায়িত্ব তুলে দেয়।

আজ ইন্দোরে বিরাট কোহলির বিপরীতে টস করেন মুমিনুল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টসটি তিনি জিতে নেন। নতুন অধিনায়ক জানান, ব্যাটিং করবে বাংলাদেশ। যদিও বিরাট কোহলি বলেছেন, উইকেটে ঘাস আছে। শুরুতে আর্দ্রতাও থাকতে পারে। তার পরও টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। টিভিতে সুনীল গাভাস্কার বলেন, ‘এটি সাহসী সিদ্ধান্ত। শুরুর সময়টা দারুণ সতর্ক থাকতে হবে।’

মুমিনুল এমন এক সময়ে দলের দায়িত্ব নিয়েছেন, যখন দুই বড় তারকা সাকিব এবং তামিম নেই। গতকাল তিনি বলেন, ‘ সাকিব-তামিমকে ছাড়া খেলতে নামা সত্যিই বড় চ্যালেঞ্জ। তবে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দলের অন্য সদস্যরা। দলনেতার হাল ধরার পর আরও বেশি দায়িত্বশীল হতে পারব বলে আমি মনে করি। এতে নিজের ক্রিকেটীয় জ্ঞানও বৃদ্ধি পাবে। অধিনায়ক হিসেবে নিজের নৈপুণ্য তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে আমার কাছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে