[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মোঃ মাঈনুদ্দীন সরকারঃ গত শনিবার (২৩ নভেম্বর) টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়। এ অনুষ্ঠানে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার।

সকাল ১১ টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রীর আগমনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের প্রারম্ভে কোরআন তিলওয়াত ও গীতা পাঠ করা হয়। এর পর নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উক্ত কলেজের ২য় বর্ষের ছাত্র মোঃ মাঈনুদ্দীন ও তার সহযোগি খাদিজা আক্তার। অনুষ্ঠানে আগত সম্মানীত ব্যাক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য পেশ করার পর টি এন্ড টি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও মন্ত্রী মোস্তফা জব্বার তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টি এন্ড টি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্ত উদ্বোধন করেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যস্থ যে দেয়ালটি ছিল তা ভাঙ্গার নির্দেশ দেন।

দুপুরে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: সোলায়মান হাওলাদার, পাপিয়া জান্নাত ও আকলিমা আক্তার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃতিতে অংশগ্রহণ করে যাদের মধ্যে ছিলেন মো: মাঈনুদ্দীন সরকার, খাদিজা আক্তার, হামিদ হোসাইনসহ আরো অনেকে। এরপর ইভটিজিং এর বিরুদ্ধে একটি নাটক মঞ্চায়িত করা হয়।
মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে টি এন্ড টি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।