টিকটক ভিডিও বানাতে নিজের গাড়িতে আগুন

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯,৬:৪৭ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের রাজকোটের এক ব্যক্তি টিকটক ভিডিও বানাতে জিপগাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। পুলিশ ইন্দ্রজিৎ সিং জাদেজা নামের ঐ ব্যক্তিকে আটক করেছে। তবে আটকের পর ঐ ব্যক্তি দাবি করেছেন টিকটক বানানোর জন্যই এই কাজ করেছেন তিনি। এ ঘটনা ঘটে রাজকোটের একটি ফায়ার স্টেশনের সামনেই এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপটি।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় এক ব্যক্তি নিজের জিপগাড়িতে আগুন ধরিয়ে ধীরে-সুস্থে হেঁটে যাচ্ছেন। অন্য গাড়িগুলো আগুন থেকে বাঁচতে পাশ কেটে চলে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ইন্দ্রজিৎ সিং জাদেজা টিকটক বানাতে নিজ গাড়িতে আগুন দেন। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণকারীকেও খুঁজছে পুলিশ। পুলিশ জানায়, টিকটক ভিডিও বানাতেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে কি-না, তা পুলিশ এখনো নিশ্চিত নয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে