টাঙ্গাইলে নারী ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ

বুধবার, ফেব্রুয়ারি ১০, ২০২১,৫:০৬ অপরাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নারী ঐক্য পরিষদ সমাজের দুস্থ, গরীব নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। নারীর স্বাবলম্বন ও আত্মকর্মসংস্থানে গৃহীত কর্মসূচির আওতায় আজ সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকায় স্থানীয় ১১জন নারীকে পা চালিত সেলাই মেশিন প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইসমাইল। নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী ও প্রচার সম্পাদক জাহেদা আক্তার। ওয়ার্কার্স পার্টির জেলা নেতা গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃব্য প্রদান করেন নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপি।

আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য মোখলেসুর রহমান বিদ্যু, মাসুদ রানা, পার্টির জেলা কমিটির সদস্য মাসুকুল হক মুরাদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মোঃ অনিক দেওয়ানসহ প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে