[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শ্রমিক অগ্নিদ্বগ্ধ ও একজন নিহত হয়েছেন।এ ঘটনা ঘটে বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর উপকূলে । ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বারআউলিয়ার প্রিমিয়াম শিপব্রেকিং ইয়ার্ডের একটি জাহাজের অক্সি-অ্যাসিটিলিন গ্যাস দিয়ে কাটিং করার সময় হটাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে সেখানে কর্মরত ৬ শ্রমিক গুরুতর দ্বগ্ধ হয়। এ সময় ইয়ার্ডে কর্মরত শ্রমিকরা আহতদের উদ্ধার করে সকাল ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে কর্তব্যরত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত শ্রমিকের নাম রুবেল (২৭)।নিশ্চিত হওয়া যায়নি অন্য শ্রমিকদের নাম ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই আলাউদ্দিন জানান, শিপইয়ার্ডে অগ্নিদ্বগ্ধ ছয়জনকে চমেকে আনা হলে রুবেল নামক একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন । বার্ন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে অন্যদের।
শিপইয়ার্ডে আগুন নিয়ন্ত্রণে আনা সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকাল ৮টার দিকে বারআউলিয়ায় অবস্থিত প্রিমিয়াম শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন ছড়িয়ে পড়ে ৬ শ্রমিক দ্বগ্ধ হন। তাদেরকে চমেকে নিয়ে যাওয়া হলে সেখানে রুবেলের মৃত্যু হয়। জানান আলাউদ্দিন,জাহাজটির আগুন এখন নিয়ন্ত্রণে বল আছে।
 
            


