চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে মানববন্ধন, বন্ধ ট্রেন চলাচল

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯,৬:৪১ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের বগি সংযোজন ও রেলভবন স্থাপন, ছাউনি নির্মাণসহ সাত দফা দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। এ সময় বহরপুরগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করা হয়। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নাচোল রেল স্টেশন প্লাটফরমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি এ মানবন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে নাচোল রেল স্টেশনে নতুন ভবন, প্লাটফরম ও যাত্রী ছাউনি নির্মাণ, কমিউটার ও লোকাল ট্রেনের প্রত্যাহারকৃত তিনটি বগি পুনঃসংযোগ, মহানন্দা ট্রেনে যাত্রী দুর্ভোগ নিরসনে দুইটি অতিরিক্ত বগি সংযোজন, স্থায়ীভাবে স্টেশন মাস্টার পদায়ন, রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত ৮টায় একটি নতুন ট্রেন চালু, নাচোল স্টেশনে যাত্রীদের ওঠা-নামার জন্য অন্তত তিন মিনিটি বিরতির ব্যবস্থা এবং টিকিট ও রেল সংক্রান্ত সকল জটিলতা দূরীকরণের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়। পরে সন্ধ্যায় দাবি আদায়ের লক্ষ্যে নাচোল-রহনপুর রুটে কমিউটার ট্রেনটি ৩০ মিনিট আটকে রাখা হয়।

নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি সাকিল রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাচোল পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আলহাজ্ব আমানুল্লাহ আল মাসুদ, রহনপুর ইফসুফ আলী কলেজের প্রভাষক আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুস সাত্তার প্রমুখ।

এসব যৌক্তিক দাবি দ্রুত কার্যকর করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে