[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ কাজে ভারত সরকারও অর্থ বরাদ্দ করেছে।
আজ বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি ছবি নির্মিত হতে যাচ্ছে।বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এই ছবির পরিচালকের দায়িত্বে থাকছেন । এটি নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে তথ্যসচিবসহ সেখানে গিয়েছিল। এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেখানে। ইতোমধ্যে শুরু হয়েছে বঙ্গবন্ধু ফিল্মের কাজ । স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন এবং দুই সপ্তাহ থাকবেন।
তথ্যমন্ত্রী বলেন, যৌথ মালিকানা ও প্রযোজনার ছবিটিতে বাংলাদেশের ৬০ ভাগ এবং ৪০ ভাগ মালিকানা ভারত সরকারের। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে প্রযোজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে।
এ ছাড়াও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে ভারতে দেখানো সম্ভবপর হয়, আলোচনা হয়েছে সেটি নিয়েও বলে জানান মন্ত্রী।
বলেনএ বিষয়ে তিনি, বিটিভি ভারতে দেখানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমি এখনই এ ব্যাপারে বলতে চাই না, যেহেতু ভারতে নির্বাচন চলছে। কিন্তু খুব শিগগির আপনাদের সুসংবাদ দিতে পারব। সুসংবাদ তৈরি হয়ে আছে, ঘোষণা করতে চাই।
 
            


