ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দু’দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাচ্ছে: রীভা গাঙ্গুলি

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯,৭:০৬ পূর্বাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ মন্তব্য করেছেন বাংলাদেশ-ভারত ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দু’দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ভারতে বিদেশ থেকে যে সংখ্যক লোক যায়, তার মধ্যে বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি। গতবছর আমরা ১৫ লাখ ভিসা দিয়েছি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দু’দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালী অধ্যায়। রীভা গাঙ্গুলি আরো বলেন বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আগামীতে এ সম্পর্ক আরো গভীরতর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন দিনাজপুরের কাহারোল উপজেলার দীপ্ত জীবন হাসপাতালে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মধ্যে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে।

ভারতীয় হাই কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক যাতে আরো গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে