গামলায় ডুবে শিশুকন্যার মৃত্যু, টিভি দেখছিল বাবা-মা

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯,৬:৩০ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুয়ায় আটকে গিয়েছিল এক শিশু, সেই শিশুকে উদ্ধারের প্রচেষ্টার লাইভ ভিডিও চলছিল টিভিতে। সেটিই দেখছিলেন দম্পতি। আর এতেই তারা মগ্ন হয়ে পড়লে বাসায় গামলায় ডুবে মারা যায় তাদের তিন বছরের শিশু। 

এনডিটিভি জানায়, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার থ্রেসপুরম গ্রামে এই ঘটনা ঘটে। ওই বাবা-মা রাজ্যের তিরুচিরাপল্লিতে এক কুয়ায় আটকে পড়া দুই বছর বয়সী সুজিত উইলসনকে উদ্ধারের সরাসরি সম্প্রচার দেখছিলেন টিভিতে। সুজিতকে বাঁচানোর প্রচেষ্টা দেখতে গিয়ে এতটাই টিভি স্ক্রিনের দিকে এতটাই মনোযোগী হয়ে পড়েছিলেন যে, নিজ সন্তানের কথাই ভুলে যান তারা। এদিকে তিন বছরের শিশুকন্যা বড় একটি গামলার পানিতে খেলতে শুরু করেছিল।

যখন টের পেলেন আশপাশে মেয়ে রেবতী সঞ্জনাকে দেখছেন না, তখন খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে গিয়ে দেখেন, গামলার পানিতে ভাসছে রেবতীর নিথর দেহ। স্থানীয় পুলিশ এই ঘটনা নিশ্চিত করে জানায়, মেয়েকে পানি থেকে তুলে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার দিকে খেলতে খেলতে একটি কুয়ায় পড়ে যায় তিরুচিরাপল্লির সুজিত উইলসন। চার দিন পর সোমবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা গোটা দেশকেই আলোড়িত করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে