[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৬ ফেব্রুয়ারী ২০২১ (শুক্রবার) দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রুবেল (১৮) নামের এক ব্যাক্তির মরদেহ পাওয়া যায় বলে কাশিমপুর থানার এসআই মো. জলিল মিয়া জানান।
নিহত রুবেল (১৮) নওগাঁর রাণীনগর উপজেলার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কাশিমপুর থানার এসআই মো. জলিল মিয়া জানান, কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে ওই অটোচালকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”
ওসি জানান, নিহত রুবেল ঢাকার সাভারে একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। করোনাভাইরাসের মহামারীতে কলেজ বন্ধ থাকায় তিনি কাশিমপুরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।