[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও ইউনাইটেড নেশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ‘ক্যাসিনোর বিষয়ে এখনো নজরদারি চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই বাদ দেওয়া হবে- এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোনে (ইটিজেড) ক্যাসিনো চালুর বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেসেতুমন্ত্রী এ কথা ।
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে ওবায়দুল বলেন, ‘নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না। তিনি বলেন, নেতাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। তবে অনেকেই নজরদারিতে।’

























