কুড়িগ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বুধবার, আগস্ট ২৫, ২০২১,১১:৫৭ অপরাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : মুজিব বর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রাঙ্গনে তাদের মাঝে এসব সহায়ক উপকরন বিতরণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট(ফিজিও থেরাপিষ্ট) ডাঃ মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন বয়সী ২৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।

কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান বলেন, আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলার ২৫জন প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার দেয়া হলো। এছাড়াও আমাদের এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা সবসময়ে দিয়ে আসছি।

এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও ঝুকিতে থাকা প্রতিবন্ধীদের ফিজিও থেরাপি, ওকুপেশন থেরাপি, কাউন্সিলিং, দৃষ্টি ও শ্রবন মাত্রা নির্নয়ে কাজ করে আসছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে