করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সর্বশেষ তথ্য

মঙ্গলবার, জুলাই ২০, ২০২১,১২:০২ অপরাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮৯৩ জন। যার মধ্যে পুরুষ ৭৪ হাজার ৭৩০ জন, মহিলা ৫৫ হাজার ১৬৩ জন। অদ্যাবধি সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩৩ জন। যার মধ্যে পুরুষ ৩৪২ জন ও মহিলা ৩৯১ জন। অদ্যাবধি দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৩১৯ জন।

মডার্না ভ্যাকসিনের গতকাল প্রথম ডোজ নিয়েছে ৫০ হাজার ৯০৪ জন। যার মধ্যে পুরুষ ৩০ হাজার ৬৭৯ জন, মহিলা ২০ হাজার ২২৫ জন। অদ্যাবধি মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন। মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়নি।

এদিকে, ফাইজার ভ্যাকসিনের প্রথম গতকাল ১২ জনকে দেয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৫  জন, মহিলা ৭ জন। অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫০ হাজার ১০৪ জনকে। ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়নি।

অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাকসিনের এ পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জনকে দেয়া হয়েছে।

গতকাল বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১ কোটি ৯ লাখ ৯০ হাজার ৩৩২ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে