করোনায় সেন্ট জোসেফ অধ্যক্ষের মৃত্যু

বুধবার, অক্টোবর ৭, ২০২০,১১:৩২ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর আসগর আলী হাসপাতালে। 

তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। 

মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ মৃত্যুর খবর জানান বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেন সিএসসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে মারা গেছেন। তিনি কভিড-১৯-এ ভুগছিলেন। পরে তাঁর অগ্ন্যাশয়ে জটিলতা দেখা দেয়।

বুধবার তাঁর মরদেহ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে। বুধবার ব্রাদার রবির পৃথক স্থানে ফিউনারাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ সেন্ট জোসেফ ক্যাম্পাসে রাখা হবে। তাঁকে পুরনো ঢাকার নারিন্দার ওয়ারীতে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ অনলাইন ক্লাস বন্ধ থাকবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে