[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান।
তিনি জানান, আব্দুস সবুর করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা যান।
তিনি জানান, এ নিয়ে সোনালী ব্যাংকের ছয়জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মতো কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।