করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু

বৃহস্পতিবার, মে ৭, ২০২০,৪:৫৯ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নভেল করোনাভাইরাসের শিকার হয়ে মারা গেছেন । আজ বৃহস্পতিবার ভোরে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অধ্যাপক নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এই করুণ মৃত্যুতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে শোক প্রকাশ করেছে৷

ঢাকা মেডিক্যাল সূত্রে জানা গেছে, অধ্যাপক নাজমুল আগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই মারণ ভাইরাসের কবল থেকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে