করোনাভীতি পরিহার করে সঠিক রোগ নির্ণয়ে ডাক্তারের পরামর্শ মানতে হবে : চসিক মেয়র

মঙ্গলবার, মে ১২, ২০২০,৯:২৬ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা প্রাদুর্ভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে গর্ভবর্তী মা ও শিশুরা, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইদানিংকালে এই নিয়ে বিড়ম্বনায় পড়েছে অনেক গর্ভবর্তী মা ও শিশু। ঘর থেকে বের হলেই ভয়ে কাতর হচ্ছেন করোনা সংক্রমিত হচ্ছেন কিনা? গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষা দিতে সদরঘাটস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে স্থাপন করা হয়েছে অটো সেনিটাইজার। এতে করে সম্পুর্ন নিরাপদে থাকবেন স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই অটো সেনিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন করে সকলের জন্য উম্মুক্ত করেন। এসময় মেমন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা.প্রীতি বড়ুয়া, ইনচার্জ ডা. আশিষ মুখার্জি, ডা. বাবলি মল্লিক, ডা. সৈয়দ দিদারুল আলম রুবেল, ডা. শাহীন পারভীন, ডা. রোকসানা পারভিন, ডা. রাহেলা হোসেন, ডা. রাশেদুল ইসলাম, ডা. পঙ্কজ দেবনাথ ও ডা. নাসরিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় সিটি মেয়র বলেন, করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালকে আমরা প্রথম থেকেই প্রস্তুত রেখেছিলাম। আমাদের লক্ষ্য ছিল প্রাথমিক সেবাটুকু নিশ্চিত করা।তিনি বলেন, এই মৌসুমে আবহাওয়ার প্রভাবেও সাধারণ জর,সর্দি,কাশি প্রভাব বিদ্যমান থাকে। এতে সবাইকে করোনাভীতি পরিহার করে সঠিক রোগ নির্ণয়ে ডাক্তারের পরামর্শ মানার তাগাদা দেন মেয়র। তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে রোগীসেবায় মনোনিবেশ করতে দিক নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরবাসী অসুস্থ হলে প্রথম ভরসাস্থল হচ্ছেন চিকিৎসক। তাই একটি রোগীও যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আপনারা সজাগ থাকবেন। পরে মেয়র হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে ভোগ্যপন্য উপহার সামগ্রী প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে