উলিপুরে জিআরের ১০৬৫ কে‌জি চাল জব্দ

মঙ্গলবার, মে ২৬, ২০২০,৮:১০ পূর্বাহ্ণ
0
8

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু: কু‌ড়িগ্রা‌ম জেলার উলিপু‌র উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হ‌য়ে পড়া মানু‌ষের জন‌্য বরাদ্দকৃত জিআরের ১ হাজার ৬৫ কে‌জি চাল জব্দ করা হ‌য়ে‌ছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

গত ২৪ মে উলিপুর উপ‌জেলায় বজরা ইউনিয়ন প‌রিষদ এলাকায় বিপুল না‌মের এক গ্রাম পু‌লি‌শের বা‌ড়ি থে‌কে এসব চাল জব্দ করা হয়। রাতেই উদ্ধারকৃত চালগুলো পুলিশ থানায় নিয়ে আসে।

গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই ইউনিয়নের বিপুল না‌মের গ্রাম পু‌লিশের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে ঘ‌রের মে‌ঝে‌তে কা‌লোবাজা‌রে মজুদকৃত ১ হাজার ৬৫‌ কে‌জি জিআরের চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়া‌জ্জেম হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে ১ হাজার ৬৫ কে‌জি চাল জব্দ ক‌রে থানায় নি‌য়ে আসে। রাত ৯টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

উপ‌জেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কা‌দের ব‌লেন, এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে আইনের আওত‌ায় আনা হ‌বে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে