[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন ক্রিকেট লিগে এবার অংশগ্রহণকারী দেশের ফ্র্যাঞ্চাইজিদের তালিকায় বাংলাদেশ নাম লেখাতে যাচ্ছে। এবারের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল হিসেবে ‘বাংলা টাইগার্স’ অংশ গ্রহণ করছে।
গত বৃহস্পতিবার বিকেলেআবুধাবি ক্রিকেট বোর্ডের সিইও ম্যাথিও বাউচারের উপস্থিতিতে অ্যামিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বাংলা টাইগার্স টিমের চুক্তি সই হয় দুবাইয়ের প্যালেস টাওয়ারে। বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মো. ইয়াছিন চৌধুরী ও সিরাজুদ্দীন মো. আলমগীর এবং ইসিবি সদস্য সাজিউল মুলক চুক্তিতে সই করেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। শীর্ষ দেশগুলো ২৯টি ম্যাচে ক্রিকেট বিশ্বের তারকাদের নিয়ে অংশ নেবে।