আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে নুসরাতের পরিবারকে হুমকি

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯,৯:৩৫ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেছেন আদালত চত্বরে প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন আসামিরা। এছাড়াও বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছেন। এ কারণে পরিবারটি নিরাপত্তা দাবি করেছে।

আজ বৃহস্পতিবার আদালত চত্বরে নুসরাত হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নুসরাতের পরিবারের সদস্যরা এ হুমকির কথা গণমাধ্যমকে জানান। এ সময় উপস্থিত ছিলেন নুসরাতের আইনজীবী শাহজাহান সাজু, নুসরাতের বাবা মওলানা একেএম মুসা মানিক। নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমরা আশা করবো রায় কার্যকর হওয়া পর্যন্ত তিনি (প্রধানমন্ত্রী) আমাদের নিরাপত্তা দেবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে