আজ ভার্চুয়াল শুনানির তৃতীয় দিনে সারা দেশে ১০১৩ ব্যক্তির জামিন

বুধবার, মে ১৩, ২০২০,৩:২৭ অপরাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বুধবার সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানির তৃতীয় দিন ছিল। আজ সারা দেশে ১০১৩ ব্যক্তির জামিন দেওয়া হয়েছে। আজ এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

সারাদেশের আদালতগুলোতে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর তৃতীয় দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর।

এরপর ১১ মে সোমবার থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। দ্বিতীয় দিন মঙ্গলবার সারাদেশে ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে