আজ বিকেলে খালেদা জিয়ার সাথে স্বাক্ষাৎ করবেন তার স্বজনরা

শনিবার, মার্চ ৭, ২০২০,৯:০৯ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা। তাঁর সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা রয়েছে বিকেল ৩টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, আজ শনিবার বিকেল ৩টায় গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনরা সাক্ষাতের অনুমতি পেয়েছেন।

সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারসহ স্বজনরা। ওইদিন বিকেল ৩টার দিকে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেন। শামীমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শাফিন এস্কান্দার ও সেজো বোন সেলিমা ইসলামের ছেলে শাহরিয়া হক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে