আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

সোমবার, এপ্রিল ৬, ২০২০,৯:০৭ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান।

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি করোনাভাইসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল গত চব্বিশ ঘণ্টায়।

গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মোট মারা গেছে ৩ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১২ জন আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে