[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল । সারা দেশে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন পছন্দের কলেজ পেয়েছে প্রথম ধাপে । তবে পছন্দের কলেজ পাননি ভর্তিচ্ছু ৯৭ হাজার ৮১০ জন ।
ফল প্রকাশ করা হয়েছে গতকাল রবিবার দিবাগত রাতে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ।ফল দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ।
সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন আবেদন করেন। তার মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছেন মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ।
আবেদনকারীরা রোল নম্বর, বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তিনি কোন কলেজে ভর্তির সুযোগ পাবেন তা জানতে পারবেন। একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে মোবাইলের মাধ্যমেও । এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম সোমবার (১০ জুন) মধ্যরাতের পর থেকে ।
১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে প্রথম দফায় মনোনীতদের । আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা পরিশোধ করতে হবে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে । মনোনয়ন বাতিল হয়ে যাবে এই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পারলে ।
ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে যে সকল শিক্ষার্থীরা ভর্তির জন্য মনোনীত হননি তারা দ্বিতীয় ধাপে আবারো আবেদন করার সুযোগ পাবে । তিনি বলেন, সারা দেশে পর্যাপ্ত আসন রয়েছে, কেউ এক ধাপে ব্যর্থ হলে পরের ধাপে আবেদন করতে পারবে। তবে শীর্ষমানের কলেজগুলোতে আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেকে ভালো ফল করেও সেসব কলেজে ভর্তির সুযোগ পাবে না।