৮ আগস্ট থেকে কওমি মাদরাসা খুলছে

শুক্রবার, জুলাই ২৪, ২০২০,৭:৪১ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের কওমি মাদরাসাগুলো খুলবে করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর। 

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয় রাজধানীর মতিঝিলে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের’ কার্যালয়ে কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর) মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে দেশের হাফেজি মাদরাসাগুলো ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে