৭ম রমজানে এপেক্স বাংলাদেশের জেলা ১ ও ২-এর ইফতার বিতরণ

শনিবার, এপ্রিল ৯, ২০২২,১১:১১ অপরাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৯ই এপ্রিল রোজ শনিবার এপেক্স ক্লাবস বাংলাদেশের জাতীয় সভাপতির থিম BE ENLIGHTENED-এর চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা- ১ ও ২ এর পক্ষ থেকে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে এপেক্স ক্লাবস অফ বাংলাদেশ এর লাইফ গভর্ণর এপেঃ মোশাররফ হোসেন মিশু, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ খুরশীদ আলম অরুণ, ডিস্ট্রিক্ট-১ গভর্ণর এপেঃ কবির আহমেদ, ডিস্ট্রিক্ট-২ গভর্ণর এপেঃ পার্থ সারথী ভৌমিক, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এপেঃ মনিরুল ইসলাম মনির, পিডিজী-২ এপেঃ মোঃ হাবিবুল্লাহ, ন্যাশনাল ট্রেজারার এপেঃ মাহবুবুর রহমান বিদ্যুৎ, পিএনওয়াইসিডি এপেঃ মোঃ হেলাল উদ্দিন, ডিস্ট্রিক্ট-২ সেক্রেটারি এপেঃ এস,এম, নাফিস খাঁন, এপেক্স ক্লাব অফ ঢাকা মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট এপেঃ শাইফুল ইসলাম, এপেক্স ক্লাব অফ ঢাকা মেম্বারশিপ এন্ড অ্যাটেনডেন্স ডাইরেক্টর এপেঃ মোঃ আশরাফুল ইসলাম, এপেক্স ক্লাব অফ মোহাম্মদপুর এর ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন্স ডাইরেক্টার এপেঃ নুসরাত জাহান প্রমা, এপেক্স ক্লাব অফ ঢাকা মিডটাউন এর ফ্লোর মেম্বার এপেঃ ডাঃ সুমন আনসারী, এপেঃ তপন চন্দ্র সাহা, এপেঃ সাইফুল ইসলাম, এপেঃ ফারিয়া সুলতানা, এপেঃ রুমা আক্তার রুনা, সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবতার কল্যাণে সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এই তিন আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এপেক্স ক্লাবস বাংলাদেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে