[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে তথ্য অধিদফতর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান উল আলম এই প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসিম উদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ এর পাশে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ঐতিহাসিক ৭ই মার্চ-সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রায় ১৫০টি দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে।