[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ঘোষিত পাটকলসমূহের শ্রমিকদের জুন মাসের এক সপ্তাহের বকেয়া মজুরি ও ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি এবং অপরিশোধিত নববর্ষ ভাতা পরিশোধের নিমিত্ত আশি কোটি উনআশি লাখ টাকার বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।
অর্থ বিভাগের ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ‘পরিচালন ঋণ’ খাত হতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর অনুকূলে এ বরাদ্দ প্রদান করা হলো।
বরাদ্দকৃত অর্থের মধ্যে শ্রমিকদের জুন এক সপ্তাহের বকেয়া মজুরি বাবদ দশ কোটি ঊনআশি লাখ টাকা ও ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ বাকি টাকা পরিশোধ করা হবে। তবে, ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ বরাদ্দকৃত টাকা শ্রমিকদের প্রাপ্যতার ভিত্তিতে বরাদ্দ করা হবে । এছাড়া উদ্বৃত্ত অর্থ বন্ধ ঘোষিত মিলসমূহের শ্রমিকদের গ্র্যাচুইটি ও পিএফ এর সাথে সমন্বয়যোগ্য হবে ।
অর্থ মন্ত্রণালয়ের ২০ জুলাই স্বাক্ষরিত চিঠিতে আরো জানানো হয়, বরাদ্দ দেওয়া অর্থ বর্ণিত খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ি থাকবেন।