৫০ লাখ রেশন কার্ড নিম্নআয়ীদের সহায়তা দেবে : তথ্যমন্ত্রী

শনিবার, এপ্রিল ১৮, ২০২০,৮:০০ পূর্বাহ্ণ
0
9

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫০ লাখ রেশন কার্ড করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য একান্ত সহায়ক হবে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।    

          গতকাল রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশবাসীকে করোনার করাল গ্রাস থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন তাদের ঘরে থাকতে বলেছেন, তেমনি তাদের জীবিকা নির্বাহের বিষয়েও বাস্তব পদক্ষেপ নিচ্ছেন। 

          শুধু বর্তমান পরিস্থিতিই নয়, ভবিষ্যত তিন বছরের আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে শেখ হাসিনা নানামুখী সিদ্ধান্ত নিচ্ছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে খেটেখাওয়া মানুষের জীবন-জীবিকাসহ সমগ্র দেশ ও অর্থনীতিকে বাঁচাতে সরকারের ১ লাখ কোটি টাকার বরাদ্দ এবং ৫০ লাখ রেশন কার্ড সেই বৃহৎ কর্মসূচিরই অংশ। 

          এছাড়াও বহু সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান উল্লেখ করে হাছান মাহ্‌মুদ বলেন, ৫০ লাখ নিম্নআয়ের পরিবারের জন্য মাসে পরিবারপ্রতি ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে বছরে ৭ মাস দিচ্ছে সরকার যা মূলত: আড়াই কোটি মানুষের অন্নসংস্থান করছে। বছরপ্রতি সময় বাড়ানোরও চিন্তা রয়েছে।

          যেদলেরই হোক, ত্রাণে অনিয়মকারীর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ হাজারের বেশি স্থানীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে কিছু লোক অনিয়ম ঘটাচ্ছে। কিন্তু অনিয়মের একটি ঘটনাও আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রীর কঠোর হস্তে দমনের নির্দেশনায় ইতোমধ্যেই কয়েকজন শাস্তির আওতায় এসেছে, জানান হাছান মাহ্‌মুদ। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে