৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ পল্লী চিকিৎসক আটক

সোমবার, সেপ্টেম্বর ২, ২০১৯,৫:৫৭ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দিনাজপুরে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ এক পল্লী চিকিৎসককে আটক করেছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয় শহরের নিউ টাউন এলাকা থেকে।

র‌্যাব জানায়, পল্লী চিকিৎসক রুহুল আমিনের চেম্বারে অভিযান চালানো হয় অবৈধভাবে সাপের বিষ আমদানির খরব পেয়ে। এ সময় সেখান থেকে কাচের পাত্রে রাখা দানাদার, পাউডার ও তরল জাতীয় সাপের বিষ উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, জব্দ করা সাপের বিষের আনুমানিক মূল্য অন্তত ৫০ কোটি টাকা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে