৪৫০০ টাকায় ঢাকা ন্যাশনাল মেডিক্যালে করোনা পরীক্ষা

রবিবার, জুন ২১, ২০২০,৫:০৪ অপরাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাস (কভিড-১৯) নমুনা সংগ্রহ বুথ খোলা হয়েছে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে। আজ রবিবার (২১ জুন) আনুষ্ঠানিকভবে এই বুথ চালু করা হয়।

এখন থেকে করোনার উপসর্গ নিয়ে আসা রোগী ও তাঁর আত্মীয়-স্বজনরা সাড়ে চার হাজার টাকা জমা দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে করোনার পরীক্ষা করাতে পারবেন। 

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘পুরান ঢাকার গরিব মানুষদের ঢাকা ন্যাশনাল মেডিক্যালে ইন্সটিটিউট হাসপাতাল উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই সংকটে মানুষের সুবিধার জন্য কভিড-১৯ পরীক্ষার বুথ চালু হয়েছে। যাতে পুরান ঢাকার মানুষ সহজেই এই পরীক্ষা করাতে পারে।’

ঢাকা ন্যাশনাল মেডিক্যালে ইন্সটিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান কল্লোল বলেন, এখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। আর গরিব মানুষদের হাসপাতাল বলে খ্যাত ঢাকা  ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল করোনা রোগীদের সহযোগিতা করার মাধ্যমে নতুন এক অধ্যায়ের সৃষ্টি করল।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম নুরুন নবী বলেন, ‘আমরা প্রতিদিন ১০০ স্যাম্পল সংগ্রহ করতে পারব। আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত মাত্র সাতটি স্যাম্পল পেয়েছি। তবে দুই-একদিনের মধ্যে করোনা পরীক্ষার চাপ পড়বে। এজন্য আমরা সেই প্রস্তুতিও গ্রহণ করেছি।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে