[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এক ভাষার বার্তা অন্য ভাষায় অনুবাদ করে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। এ জন্য নিজেদের ডিজিটাল সহকারী সেবাটিতে ‘ইন্টারপ্রেটর মোড’ চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধার ফিচারটি চালু করে ‘হেই গুগল, হেল্প মি স্পিক স্প্যানিশ’ বা ‘বি মাই স্প্যানিশ ট্রান্সলেটর’ উচ্চারণ করলেই বার্তা বা কথোপকথন স্প্যানিশ ভাষায় পড়ে শোনানোর পাশাপাশি ডিসপ্লেতেও প্রদর্শন করবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
অন্যদিকে, স্প্যানিশ ভাষার কথাও স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করবে। ফলে ভ্রমণের সময় হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কাজে লাগিয়েই ভিন্নভাষীদের সঙ্গে আলোচনা করা যাবে। প্রাথমিকভাবে ফিচারটি কাজে লাগিয়ে বাংলাসহ ৪৪টি ভাষায় তথ্য অনুবাদ করার সুযোগ পাবেন অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা।