[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মাত্র ৪০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী এক কিশোর। বগুড়ার বড় কুমিড়া গ্রামের ছেলে মুহাম্মদ সাদিক নূর আলম। সাদিক কোরআনে হাফেজ হয়েছে প্রতিদিন ১৫ পৃষ্ঠা কোরআন মুখস্ত করে। সাদিক এর আগে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। পরে বগুড়ার গোদার পাড়া মাদ্রাসাতুল উলুমিশ শারইয়্যাহতে ভর্তি হয় সে বাবা মো. আতাউর রহমান সাজুর ইচ্ছায় স্কুল ছেড়ে।
সাদিক জানায়, কোরআন পাঠ করতে কষ্ট হয় শুরুতে। আয়ত্তে নিয়ে আসে আস্তে আস্তে। তার মতে, এটি আমার চেষ্টা ও ওস্তাদের চেষ্টাও হয়নি। এটি হয়েছে মহান আল্লাহ তায়ালার ইচ্ছায়।