[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : তিন বছর পর ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিন বুধবার চালু হয়েছে এবং অচিরেই ইকো কার্ডিওগ্রাম মেশিন চালুর ব্যবস্থা করা হচ্ছে। সকাল ৯টায় ঝালকাঠি নবাগত সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আনুষ্ঠানিকভাবে আলট্রাসনোগ্রাম মেশিন চালু ও উদ্বোধন করেন।
এ সময় সেবাগ্রহীতা ও সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান এবং হাসপাতালে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ২০১৭ সালে অত্যান্ত মূল্যবান এবং উন্নতমানের আলট্রাসনোগ্রাম মেশিনটি টেকনিশিয়ানের অভাবে বন্ধ থাকে। ঝালকাঠি সদর হাসপাতালে বর্তমানে জনবল বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক দিয়েই এই মেশিনটি চালুর ব্যস্থা গ্রহণ করা হয়েছে।
ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ: আমির হোসেন প্রচেষ্টায় এই অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিনটি সদর হাসপাতালে আসে। হাসপাতালে মেশিন চালু না থাকায় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ব বেড়ে চলেছিল। আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলি দেওয়ান জানান আলট্রাসনোগ্রামের পরে ইকোকার্ডিও গ্রাম মেশিনটিও চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।