[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পদ্মা সেতুর ক্রয়োদশ স্প্যান ‘৩বি’ সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর আজ বসানো হয়েছে । এতে দৃশ্যমান হয়েছে সেতুর ১৯৫০ মিটার (প্রায় ২ কিলোমিটার) ।
আজ শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যানটি ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় স্থাপন করা হয় সফলভাবে।
কয়েকবার স্প্যানটি বসাতে নির্ধারিত তারিখ পরিবর্তন করতে হয়েছে । শেষ পর্যন্ত দু’দিনের চেষ্টায় বসানো সম্ভব হয় স্প্যানটি। এভাবে একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে সেতুর। দ্বাদশ স্প্যান (অস্থায়ী) বসানোর ১৯ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই ক্রয়োদশ স্প্যানটি।
গতকালই স্প্যানটি নির্ধারিত স্থানে নিয়ে স্থাপনের প্রক্রিয়া শুরু হয় । তবে প্রকৌশলীদের আবহাওয়া অনুকূল না থাকায় এ সমস্যা হচ্ছিল কাজে । ঝুঁকি এড়াতে এক পর্যায়ে স্থগিত রাখা হয় কাজ।
আর মাত্র ২৮টি স্প্যান বসলেই সম্পূর্ণ হবে পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ। সে লক্ষ্যে তৃতীয় মডিউলের দুই নম্বর স্প্যানটি আজ বসানো সম্পন্ন হলো।
গতকাল শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে আসে তিন হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই দিন স্প্যানটি বসানোর জন্য নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ায় বসানো যায়নি।
বর্তমান পদ্মা সেতুর নদীশাসন ৫৫ শতাংশ কাজের অগ্রগতি । সেতুর ৪২টি পিলারের মধ্যে ২৫টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। কাজ চলমান বাকি ১১টি পিলারের । সেতুর মূল ২৬২টি পাইলের মধ্যে ২৩৬টি পাইল ড্রাইভিং সম্পন্ন। কাজ চলছে বাকি ২৬টি পাইলের । আরও ছয়টি পিলারের কাজ সম্পন্ন হবে আগামী জুনের মধ্যে । এছাড়া জাজিরা প্রান্তের স্প্যানগুলোতে রেলওয়ে স্ল্যাব ও রোডওয়ে স্ল্যাব কাজ চলছে বসানোর ।