[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিশেষ প্রতিনিধি, (মৌলভীবাজার) : আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ)-এর ৫৭তম বার্ষিক সাধারণ সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। উক্ত অনুষ্ঠানে সকলের সদয় উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৭তম বার্ষিক সাধারণ সভার সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।