[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে জাতীয় গণহত্যা দিবস পালন এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হবে। প্রথম চারদিন কর্মসূচি উদ্যাপন হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আর সমাপনী দিন হবে হাতিরঝিলে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী জানান, সম্প্রতি ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদ্যাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’।
কর্মসূচির মধ্যে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সারা দেশে ৯টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে।
২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২৬ মার্চ রাতে অনুষ্ঠিত হবে কনসার্ট।
৩১ মার্চ হাতিরঝিলে রাত ৮টা থেকে ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইট অ্যান্ড লেজার শো ও আতশবাজি অনুষ্ঠিত হবে।