২৪ বছর পর দেশে ফিরে বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০,৪:৪৯ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দীর্ঘদিন বিদেশে থেকে অবশেষে মাতৃভূমিতে ফিরেছে ছেলে। বাবা-মায়ের আনন্দের শেষ নেই। এয়ারপোর্ট থেকে তাঁকে মাইক্রোবাসে করে বাড়িতে নেয়ার হচ্ছিল। কিন্তু দীর্ঘ ২৪ বছর পর ছেলেকে পাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। ছেলেকে পেতে না পেতেই বাবা-মায়ের চোখের সামনে মৃত্যু হলো রুহুল আমিনের।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সড়ক পথে রওয়ানা হন সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে। কিন্তু ফেরা হয়নি রুহুল আমিনের। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনায় মৃত্যু ঘটে রুহুল আমিনের।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে নিহত রুহুল আমিন। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন। রুহুল আমিনের ২৪ বছর কেটেছে আমেরিকায়। অবশেষে মার্কিন নাগরিকত্ব পেয়ে দেশে ফিরেছিলেন তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে