২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রবিবার, আগস্ট ২১, ২০২২,১১:২০ অপরাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে একজন।

আক্রান্ত ১৩৫ জনের মধ্যে ১১৬ জন ঢাকার বাসিন্দা, বাকিরা ঢাকার বাইরের। এখন পর্যন্ত এটিই এ বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৮২০ জন। আজ রবিবার এসব তথ্য জানা যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৪৫৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার হাজার ৪৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ছাড়া পেয়েছে চার হাজার সাতজন। আর মৃত্যুবরণ করেছে ১৯ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে