[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২২ জানুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আগামী ২২ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন। আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবার সম্পূর্ণ ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করা হবে।