২১ হতদরিদ্র পরিবারের মাঝে ‌’ডু সামথিং ফাউন্ডেশন’-এর চাল ও খাসির মাংস বিতরণ

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০,১০:৩৪ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: দেশের সংকট হোক বা না হোক তরুণ চিকিৎসকদের সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের নানকার ও মধ্য কোমরপুর গ্রামের ২১টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও খাসির মাংস বিতরণ করেন সংগঠনের কুড়িগ্রাম সদরের স্বেচ্ছাসেবক যোবায়ের সোহাগ, রাইসুল ইসলাম নোমান ও ইলিয়াস কাঞ্চন।

এর আগে সংগঠনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে মধ্য কুমরপুর বাজার, মৌ বাজার ও তিনটি গ্রামে জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনায় লকডাউনে এ সংগঠনটি বেশ তৎপর।

যোবায়ের সোহাগ জানান, আমাদের সংগঠনটি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায়। ইতিমধ্যে আমরা সারাদেশে ৬৬০টি পরিবারের মাঝে ৪৮৩০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ করে যাব ইনশাআল্লাহ। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে