২১শে ফেব্রুয়ারি পালনে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২০,১১:৩৯ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি পালনে। ব্যারিকেড দেওয়া হয়েছে শহীদ মিনার এলাকায়। ব্যারিকেডের ভেতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। আজ বুধবার সকালে তিনি এসব কথা বলেন জাতীয় শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে।

শফিকুল ইসলাম বলেন, ব্যারিকেডের ভিতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ছাড়া কাউকেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যাতে করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন, ডিএমপি কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে