[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণে সচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না। ২০২২ সাল থেকে এ সেতুর উপর দিয়ে যানবাহন চলবে।
মন্ত্রী গতকাল বনানীস্থ সেতু ভবনে মহান বিজয় দিবস উদ্যাপন এবং মুজিবশতবর্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ’ কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এসময় তিনি বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন-এর সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।