২০২১ সালের জুনের মধ্যে খুলে দেয়া হবে পদ্মাসেতু

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৮:০৩ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু নির্মাণ কাজের ৮৩ শতাংশ অগ্রগতি হয়েছে, ২০২১ সালের জুনের মধ্যে চলাচলের জন্য সেতু খুলে দেয়া হবে। তিনি বৃহস্পতিবার( ২৯ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধে, অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ। সম্পন্ন হয়েছে সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ। ৩১ টির কাজ হয়েছে ৪২ টি পিয়ারের মধ্যে বাকি গুলোর কাজ চলমান আছে। তিনি আরো বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবো। চালু করতে করতে আরো ৩-৪ মাস লাগতে পারে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে