[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে । এ অধিবেশন শুরু হবে মঙ্গলবার বিকেল ৫টায় ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেছেন ।
জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে এই অধিবেশনে আগামী ১৩ জুন(বৃহস্পতিবার)। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইতিমধ্যে বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেছেন । ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন ।
এর আগে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয় । গত ২৪ এপ্রিল শুরু হয়ে ওই অধিবেশন পাঁচ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে তিনটি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।