১ হাজার ৫০ ইয়াবাসহ ১ নারী গ্রেপ্তার

বুধবার, মে ২২, ২০১৯,৯:০০ পূর্বাহ্ণ
0
80

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রামে কর্ণফুলী থানার পুলিশ ১ হাজার ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এক নারীকে  । গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কর্ণফুলী থানার কলেজবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে থাকা হাতব্যাগ থেকে জব্দ করা হয় এই ইয়াবাগুলো ।

ওই নারীর নাম মোসাম্মাত ফাতেমা বেগমকে (৪২)। কক্সবাজার সদরের   আবদুর রহিমের স্ত্রী তিনি । নগরের জামালখান এলাকায় থাকেন তিনি।

এ ঘটনায় মামলা হয়েছে আজ বুধবার । আদালতে নেওয়া হয়েছে ফাতেমা বেগমকে ।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ১ হাজার ৫০ ইয়াবাসহ  গ্রেপ্তার করা হয় ফাতেমা বেগমকে। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা কিনে  কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে জানান।

এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ফাতেমা বেগমকে মামলা দিয়ে  আদালতে নেওয়া হয়েছে আজ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে