[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাংবাদিক-কর্মচারীদের গণ টার্মিনেশন প্রত্যাহারের দাবি, অন্যথায় মালিকের বাড়ি ঘেরাওর হুশিয়ারি
দেশে প্রচলিত আইন-বিধি বিধান লংঘন করে দৈনিক পূর্বদেশে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেআইনি ভাবে গণচাকুরীচ্যুতির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে গণচাকুরীচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিকরা প্রয়োজনে পত্রিকা মালিকের বাড়ি ঘেরাওসহ কঠোর কর্মসুচি ঘোষনা দিতে বাধ্য হবে বলে হুশিয়ার করে দেয়া হয়।
দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক বিএফইউজে নেতা আবু তাহের মুহাম্মদ, শহীদ উল আলম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, টিভি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটোসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, দৈনিক পূর্বদেশ পত্রিকা দীর্ঘদিন ধরে সরকারের তথ্য মন্ত্রণালয়ে মিথ্যা তথ্য দিয়ে, ভূয়া সার্র্কূলেশন দেখিয়ে বিপুল পরিমান বাড়তি বিজ্ঞাপনের টাকা হাতিয়ে নিচ্ছে। ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হয়েছে বলে সরকারের কাছে তথ্য জমা দিলে আইন অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না। কর্মরত সাংবাদিকদের নানাভাবে হয়রানি করছে। কর্তৃপক্ষের হয়রানির-মানসিক নির্যাতনে পত্রিকাটির সাব এডিটর সঞ্জয় মহাজন কল্লোক স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। কর্মরত অনান্য সাংবাদিকদের উপরও মানষিক নির্যাতন করা হচ্ছে। সমাবেশ থেকে পত্রিকা কর্তৃপক্ষকে হুশিয়ার করে দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মেনে নিবে না। দৈনিক পূর্বদেশ থেকে একজন সাংবাদিকও টার্মিনেশন করা যাবে না। বাংলাদেশের কোন আইনে সংবাদপত্র শ্রমিকদের টার্মিনেশন করার কোন বিধান নেই। দেশের প্রচলিত আইন লংঘন করে পত্রিকা কর্তৃপক্ষ বেআইনি ভাবে যে টার্মিনেশনের আদেশ দিয়েছে তা যদি প্রত্যাহার করা না হয় প্রয়োজনে সাংবাদিকরা ওই মালিককে ঘরে শান্তিতে ঘুমাতেও দেবে না। প্রয়োজনে বাড়ি ঘেরাও করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সাংবাদিকরা ঘরে ফিরে যাবে না।
সমাবেশ থেকে আগামি ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় দৈনিক পূর্বদেশ কার্যালয়ের সামনে সিইউজের সমাবেশের কর্মসুচি ঘোষনা করা হয়। এ কর্মসুচিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।