১৬ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আলী আকবরের

মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪,২:২৭ অপরাহ্ণ
0
172

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে দীর্ঘ ১৬ বছর পর খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর (৪১) কে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।

সোমবার (১৬ এপ্রিল) রাত ৩ টায় তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আলী আরিফ এর নির্দেশে এ,এস,আই কাউসার আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা এলাকায় দীর্ঘসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মনসুর আলী আরিফ জানান, ২০০৮ সালের জুন মাসের ১৬ তারিখে উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের সাথে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আলী আকবরের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তারই সূত্র ধরে আলী আকবর রিয়াজ উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই শরীফ উদ্দিন খোকন বাদী হয়ে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে হত্যা মামলার আসামি আলী আকবর দীর্ঘ ১৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ বলেন, হত্যা মামলার আসামি আলী আকবরকে মঙ্গলবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে