১৫ বছর আগের তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করলেন বিদ্যা বালান

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,৯:৪৬ পূর্বাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বলিউডে ঝড় বয়ে গেছে কাস্টিং কাউচের অভিযোগে। সেই ঝড়ের রেশ থামেনি এখনো। অভিনয় শিল্পীরা মাঝে মাঝে নানা বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। এবার বিদ্যা বালান ১৫ বছর আগের তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। সম্প্রতি বিদ্যা বালান নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে। তিনি অবশ্যই ওই পরিচালককে উচিৎ শিক্ষা দিয়েছিলেন।

তিনি জানান, দক্ষিণ ভারতের কয়েকটি ছবিতে কাজ করেছিলেন প্রায় ১৫ বছর আগে। তখন তিনি বলিউডে কাজ শুরু করেননি। ওই সময় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চেন্নাইয়ে এক পরিচালক। বিদ্যা জানান, তারা দেখা করতে চান একটি কফি শপে। কিন্তু একটি হোটেলে নিয়ে যান ওই পরিচালক তাকে নিরিবিলি দেখা করার কথা বলে। তখন বিদ্যা শর্ত দেন যে, তিনি হোটেলে যাবেন কিন্তু কক্ষের দরজা খোলা রাখতে হবে।

বিদ্যার কথামতো দু’জন হোটেলে যান। তারা কথাও শুরু করেন সেখানে। বিদ্যার শর্ত অনুযায়ী কক্ষের দরজা খোলা রাখা হয়। কিন্তু খুশি হতে পারেননি ওই পরিচালক। বিদ্যা জানান, ওই পরিচালক পাঁচ মিনিটের বেশি থাকেননি। তিনি কক্ষ থেকে বেরিয়ে যান বিদ্যার আচরণে। তিনি দাবি করেছেন এতে অবশ্য বিদ্যার আত্মবিশ্বাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে